তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধিঃ নয়াবিল রোড পূর্ব আন্ধারুপাড়া নালিতাবাড়ী, শেরপুর।
মিস্টি ডিপার্টমেন্টাল স্টোর পবিত্র রমজান মাস উপলক্ষে এখানে লাভ ছাড়া ক্রয় মূল্যের চেয়েও কম টাকায় দ্রব্য সামগ্রী ( ভোগ্যপণ্য) বিক্রয় করা হচ্ছে।
শুধুমাত্র অসচ্ছল পরিবারের জন্য এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন ক্লোডিয়া নকরেক কেয়া । অনেকে বলছেন- যেখানে আমার মুসলমান হয়ে রমজান মাস আসলে সব কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়।সেখানে ক্লোডিয়া নকরেক কেয়া অন্য ধর্মের মানুষ হয়েও পবিত্র মাহে রমজান উপলক্ষে লাভ ছাড়া বিক্রি করছে সব কিছু ।
ভিক্ষুক এবং অসহায় বৃদ্ধ বাবা মায়েদের পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্রয়র চেয়েও প্রতি দ্রব্য সামগ্রী ৫ থেকে ৭ টাকা কমে বিক্রি হচ্ছে। এ মহান উদ্যোগ সমাজের সবার মধ্যে ছড়িয়ে পড়ুক এবং সবাই যদি মাহে রমজানে সামান্যতম একটু ছাড় দেন তাহলে হয়তো কিছু দরিদ্র ফ্যামিলি পেট ভরে খেতে পারবে । দেশের সকল বৃত্তবানদে উচিত মাহে রমজান কে সামনে রেখে এমন মহান উদ্যোগ নেওয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানী জানান ‘ এতো ধনসম্পদ দিয়ে কি হয় যদি মনুষত্ব বিবেক ও মানবতা না থাকে । হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বলে আলাদা করার কি আছে। যদি মনুষত্ব বিবেক ও মানবতা না থাকে। আমাদের বড় পরিচয় আমার মানুষ।
আরও পড়ুনঃ পটিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের আমানত ফেরত ও সম্বর্ধনা অনুষ্ঠান
Leave a Reply