সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী এলাকায় কাগজের ভারী রোলার (মন্ড) চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. নাজমুল হাসান (৩৫)। বুধবার বিকেলে মেঘনা শিল্পনগরী এলাকার বসুন্ধরা পেপার মিলস কারখানায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল কুমিল্লা জেলার দ্বেবিদার উপজেলার অনন্তপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে সে বসুন্ধরা পেপার মিলেই থাকতেন।
নিহতের সহকর্মী মোহাম্মল আলী জানান, আমরা বসুন্ধরা পেপার মিলে চাকরি করি। বুধবার বিকেলে কারখানায় কাগজের রোলার (মন্ড) এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলাম। ওই সময় নাজমুল হাসান সামনে পড়ে গিয়ে রোলারের চাপা পড়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেয়ার পর ওইখানে অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত নাজমুল হাসানের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক রাশেদুল হাসান খাঁন জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে সারাদেশের নেয় ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.