মালিকুজ্জামান কাকাঃ
যশোর শহরের বড় বাজারের কাঠেরপুল যুব সংঘের আনন্দ ভ্রমণ হচ্ছে। মঙ্গলবার আক্কাচ লেক ভিউ পার্ক এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হতে যচ্ছেদিনব্যাপী আনন্দভ্রমণ।এই বিশেষ আয়োজনে থাকছে নানা ধরনের বিনোদনমূলক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আনন্দভ্রমণে অংশগ্রহণকারীদের জন্য থাকছে জনপ্রিয় বিনোদনমূলক খেলাসহ বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট।এতে অংশগ্রহণকারীরা দারুণ উপভোগ্য সময় কাটানো র সুযোগ পাবেন।
এছাড়াও আনন্দভ্রমণ উপলক্ষে আয়োজন করা হয়েছে জমকালো কনসার্ট।এতে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পীরা।চ্যানেল আই সেরা কণ্ঠের রানার্সআপ নানু, খুলনার স্বপ্নীল ঋতু, দাদা রতন, কাবলি শাহিনসহ স্থানীয় শিল্পীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেবেন।
এই আনন্দঘন আয়োজনে মিডিয়া পার্টনার যশোরের জনপ্রিয় সংবাদপত্র গ্রামের কাগজ ও অনলাইন সংবাদপত্র রাতদিন নিউজ।দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের সদস্যসহ আগত অতিথিদের জন্য থাকবে বিভিন্ন চমকপ্রদ আয়োজন।
আরও পড়ুনঃ ত্রিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১০
Leave a Reply