যশোর সংবাদদাতাঃ যশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু ও শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহমুদুল হাসান সুমনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশের দাবি রোববার রাত সাড়ে ১১ টায় রেলগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, আসামিরা খুবই ভয়ংকর। বিশেষ করে পান্নুর বিরুদ্ধে ভাতুড়িয়ার মাছ চাষী ইমরোজ হত্যাসহ অন্তত ৭/৮ টি মামলা রয়েছে। পান্নু চিন্নিত মাদক কারবারি। এছাড়া অস্ত্রবাজি ও চাঁদাবাজিতে সে বেজায় পটু। তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ৪ আগস্ট বিএনপি পার্টি অফিসের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সাথে এই দুই জনের জড়িত থাকার বিষয়টি তারা প্রমাণ পেয়েছে। তাদেরকে এ মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, অপর একটি সূত্র জানিয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন এদিন একটি টেন্ডারে অংশ নিতে পৌরসভায় যান। সেখানে উপস্থিত ছাত্রজনতা তাকে ধরে ডিবি পুলিশের হাতে সোপর্দ করেছে।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে ধর্ষণ-ছিনতাই ও চাঁদাবাজির প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা
Leave a Reply