রাশেদুল ইসলাম রনিঃ জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের মাদারেরচর ব্রীজ এলাকায় এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ওসহকারী কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)
আসমা উল হুসনা
বলেন সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দ্বায়ে নজরুল ইসলাম নামের ১ জনকে ৫ হাজার টাকা ও আবীর সাহা নামের আরেক জনকে পৌর এলাকায় অবৈধ ভাবে ট্রাক আনলোড করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশকে নিয়মিত মামলা দায়ের করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল- হুসনা আরো বলেন- অবৈধ ভাবে বালু উত্তোলনে ভেকু মেশিনের দুই টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
ঠাকুরগাঁও ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা
Leave a Reply