নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউপি’র মঙ্গলহাটা গ্রামে একটি বিদেশি পিস্তলসহ ১৭মামলা আসামী বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) ও তার ছোট ভাই বিপুল শেখ (৩৫) কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। তারা উপজেলার মঙ্গলহাটা গ্রামের মৃত দেলোয়ার শেখের ছেলে। রোববার (২৩ ফেব্রæয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কুন্দসী গ্রাম থেকে অস্ত্রসহ ওই দুই ভাই কে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার ও মামুন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে উপজেলা কুদসী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ধলা বালুল ও তার ভাই বিপুল কে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হাওলাদার সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জানান,ধলা বাবুলের নামে ১৪টি মাদক মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পষর্ন্ত তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।###
আরও পড়ুনঃ রাজশাহীতে বাংলাদেশ সাংবাদিক সংস্থার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা হয়েছে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.