দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ জামালপুর প্রতিনিধি জামালপুর সানন্দবাড়িতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নানা কর্মসূচীর মাধ্যমে এ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ’র নেতৃত্বে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাত ফেরি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সকাল ৮ টায় স্কুল প্রাঙ্গণ থেকে রেলী শুরু করে সানন্দবাড়ী বাজারের মেইন মেইন রাস্তা গুলো প্রদক্ষিণ শেষে স্কুলে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন কবি আলহাজ্ব আজিজুর রহমান, বাংলাদেশ সশস্ত্র কল্যাণ সোসাইটির অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু শামা, সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ডিএসবি আব্দুর রাকিব খান, সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদুল আলম সিকদার, মিতালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক বোরহান উদ্দিন,
সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, তোফায়েল আহমেদ, আসাদুজ্জামান খান, জহুরুল ইসলাম, মমতা খাতুন, চাঁদনী খাতুন, আফরোজা বেগম, শামিমা বেগম, সুলতানা খাতুন, নিপা আক্তার, মঞ্জয়ারা খাতুন, হাফিজা আক্তার সহ শত সহস্র ছাত্র ছাত্রী।
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিম বঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বরে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত হয়।
প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এ দিনটি বাঙ্গালী জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
১৯৫২ সালে এইদিনে বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে , সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ অনেকে।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শহিদ দিবসের চেতনা তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ গাইবান্ধা প্রেসক্লাবের একুশের অনুষ্ঠান বর্ণমালায় লিখি দ্রোহের ফাগুন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.