জামালপুরের বকশীগঞ্জে বিএনপির রাজনীতিতে যাদের বিকল্প নেই তারা হলেন রউফ তালুকদার সভাপতি মানিক সওদাগর সাধারণ সম্পাদক! নাহ।
এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। দলের প্রতি এটা আমার প্রত্যাশা। বা ব্যক্তিগত অভিমত। আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বকশিগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে এমন একটি সিদ্ধান্ত আমি আশা করি দলের কাছে। শুধু আমি নই, আমার বিশ্বাস আমার মতো যারা এই দুই নেতাকে ভালো বাসেন তাদেরও এমনটি চাওয়া।
নাহ! আমি বিএনপির কেউ নই। রউফ তালুকদার বা মানিক সওদাগরেরও কেউ নই। তবে, আমি একজন সংবাদকর্মী হওয়ায় পেশাগত কারণে এই দুইজন নেতাকে ২৫ বছর যাবত চিনি। আমার সেই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি বকশিগঞ্জের আগামীর রাজনীতিতে এই দুই নেতার বড় প্রয়োজন। যদি বলি তাদের কোনো বিকল্প নেই। তাতেও খুব একটা ভুল হবে না। কারণ গত ১৫ বছরে এই দুই নেতাকে বাইরে রেখে বেশ কয়েকবার উপজেলা কমিটি গঠন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু, সেসব কমিটি মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। উপজেলা শহর থেকে কমিটির কার্যক্রম গিয়ে ঠেকেছিল বাড়ীর আঙ্গিনায়। রাজনৈতিক কর্মযজ্ঞ ছিল না বল্লেও চলে।
তাছাড়া রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দিক থেকে এই দুই নেতাকে অতিক্রম করে যেতে পারে, এমন কেউ বকশিগঞ্জের মাটিতে এখনো তৈরি হয়নি। এই কথা জনস্বীকৃত এবং পরীক্ষিত। বকশিগঞ্জের জনগণ তাদেরকে বার বার ম্যান্ডেট দিয়েছে। এই দুইজনের একজন ৪ বারের উপজেলা পরিষদ চেয়ারম্যান, রউফ তালুকদার বকশিগঞ্জের বটবৃক্ষ হিসেবে খ্যাত। যিনি জীবনের সিংহভাগ সময় বিএনপির জন্য ব্যয় করেছেন। অপরজনের সুখ্যাতিও কম নয়। তিনিও সাবেক ইউপি চেয়ারম্যান। জীবনের সিংহভাগ সময় তিনিও ব্যয় করেছেন বিএনপির রাজনীতিতে।
বকশিগঞ্জ বিএনপির রাজনৈতিক ইতিহাসে এই নেতাদ্বয়ের নাম অনেক পুরোনো। বিএনপির রাজনীতিতে তারা একে অপরের পরিপূরক। একজন ছাড়া অন্যজনকে ভাবা যায় না। তবে, বিগত ১৫ বছরে আওয়ামী লীগের বিরোধী দলের প্রতি দমন-পীড়ন, মামলা হামলার নির্যাতনের প্রেক্ষাপটে আবেগ তাড়িত হয়ে বা অন্যের প্ররোচনায় কিছু ভুল তাদের হতে পারে। তবে, বিএনপির প্রতি তাদের ত্যাগ ও অবদানের তুলনায় তা খুবই নগন্য।
তাদের চেয়ে বড় বড় ভুল বা অপরাধ করেও অনেকে দলে বহাল তবিয়তে আছেন। তাই, পরিস্থিতি বিবেচনায় নিয়ে পিছনের ভুল পিছনে ফেলে বিএনপির আগামীর ভবিষ্যত যাত্রায় শরীক হবেন এই দুই নেতা ও দুঃসময়ের কাণ্ডারী। এমন প্রত্যাশা রইল বিএনপির নীতি নির্ধারকদের প্রতি।
আরও পড়ুনঃ দিনাজপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ-জেলা সিভিল সার্জনের সাথে পুলিশ সুপার মারুফাত হুসাইনের সাক্ষাৎ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.