জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি:
অবশেষে কুড়িগ্রামের দক্ষিন বাঁশজানি সীমান্তের শূণ্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি খুলে নিলো বিএসএফ। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে এ ক্যামেরাটি খুলে নেয় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
আজ ১২ ফেব্রুয়ারী বুধবার সকালে বিএসএফের স্থাপিত ক্যামেরাটি খুলে নিয়ে যাওয়ার বিষয়টি এক ক্ষুদে বার্তায় নিশ্চিৎ করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান।
এর আগে ৯ ফেব্রুয়ারি রবিবার রাত দুইটার দিকে পাথরডুবি ইউনিয়নের আন্তর্জাতীক সীমানা পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে দক্ষিন বাঁশজানি (জোড়া) মসজিদ নামক স্থানে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে।
ক্যামারাটি স্থাপনের পর হতে বিজিবি জোড়ালো প্রতিবাদ করে আসছিলো। ১০ ফেব্রুয়ারী সোমাবার সারাদিন এ নিয়ে স্থানীয় বিজিবি- বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও সুরাহা হয়নি।
পরে ১১ ফেব্রয়ারী মঙ্গলবার সকাল ১১টায় বিজিবি- বিএসএফের ব্যাটালিয়ন পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারন করতে সম্মতি প্রকাশ করে।
বৈঠকে বিজিবির পক্ষে নেত্রিত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান।
বিএসএফ’র পক্ষে নেত্রিত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার মনোজ।
আরও পড়ুন চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করল ৩৫টি ব্যাংক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.