নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি কমিটি অনিয়ম হওয়ার প্রতিবিাদে পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধ এখন তুঙ্গে।
মঙ্গলবার সকালে উপজেলা ও পৌরসভার পদবঞ্চিত হাজার-হাজার বিএনপি নেতা-কর্মী নিয়ে একবিরাট বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা গেটের সামনে এক সমাবেশ করে। সমাবেশে মোঃ সাচ্চু মিয়ার সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার তাইবুল হাসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোঃ শাহিন বিপ্লব, মোঃ পাপ্পু মিয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শিকদার শাহ-আলম, সাবেক কৃষক দলের জেলা সদস্য সচিব এনামুল কবির চন্দন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম রবি, এসএ রিপোন মিয়া প্রমুখ। সমাবেশ চলাকালে পাকা সড়কের ওপর বিক্ষুদ্ধ নেতা কর্মীরা বসে ও শুয়ে পড়ে এসময় সমাবেশের দুই পশে যানবহনের যানযটের সৃষ্টি হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সমাবেশে বক্তরা বলেন, উপজেলা ও পৌর বিএনপির কমিটির নেতৃবৃন্দ সম্পুর্ন অনিয়ম ভাবে বিএনপির নির্যাতিত,নিপিড়িত,জেল হাজত খাটা নেতা-কর্মীদের বাদ দিয়ে আ,লীগের কাছ থেকে টাকা নিয়ে কমিটিতে তাদের নামও দিয়েছে। কমিটি সংশোধন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বিক্ষোভ কারীদের আ,লীগের কাছ থেকে টাকা নেয়ার কথা অভিযোগ অস্বীকার করে বলেন, জাতীয়তাবাদী বিএনপি একটি বড় দল, লোহাগড়ায় কমিটিতে ১ হাজার লোক হওয়ার মত আছে। কিন্তুু আমরা নাম দিতে পারব ১০১ জনের বেশী নয়। যারা বাদ পড়েছে তাদের জেলা কমিটি দেওয়ার চেষ্টা করব।
আরও পড়ুনঃ ত্রিশাল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার-৫
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.