সাইফুল ইসলাম রুদ্র নরসিংদী জেলা প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় এবার স্ত্রীর শাবলের আঘাতে স্বামী আবুল কাসেম (৫২) নামে একব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে।
রবিবার (৯ ফেব্রুযারি) দুপুরে রায়পুরা পৌরসভার মহিষমারা এলাকার এ ঘটনা ঘটে। আটকৃত ব্যক্তি হলেন, একই এলাকার নিহত আবুল কাসেমের স্ত্রী পাপিয়া সুলতানা (রমা)। রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ ঘরে কাজ করার সম স্ত্রী পাপিয়া সুলতানা রমার সাথে কথা কাটাকাটি হয় তার স্বামী আবুল কাশেমের। একপর্যাযে উত্তেজিত হয়ে পাপিয়া সুলতানা রমা ঘরের কোনে থাকা শাবল দিয়ে আবুল কাশেম কে মাথায একাধিক আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘাতক স্ত্রী পাপিযা সুলতানা রমার ভাষ্যমতে – তিনি তার স্বামীর মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করেন। তারপর তিনি মাটিতে লুটিযে পডনে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যাকারী পাপিয়া সুলতানা রমাকে গ্রেপ্তার করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.