মোঃ মোরশেদ আলম চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ বান্দরবান জেলা আইনজীবী সমিতির ২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী সম পরিমাণ ৫৮ ভোট পেয়েছেন। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী প্রথম ৬ মাস দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম এবং পরের ৬ মাস দায়িত্ব পালন করবেন ইলিয়াছুর রহমান।
বৃহস্পতিবার সকাল থেকে বান্দরবান জেলা আইনজীবী সমিতির ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ১২৩ জন ভোটারের মধ্যে ১১৬জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। গোপন ব্যালেটের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট মোহাম্মদ আবু তালেব, তিনি পেয়েছেন ৬৪ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: মোর্শেদুল ইসলাম পেয়েছেন ৫১ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে উম্যাসিং মার্মা ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী কাজী মো: সালাউদ্দিন কাদের প্রিন্স পেয়েছেন ৫২ ভোট।
অর্থ সম্পাদক মো: আমিন উল্লাহ বিপ্লব ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দীপঙ্কর দাশ গুপ্ত পেয়েছেন ৫৪ ভোট। এবং সদস্য পদে আবিরুল আমিন আদনান (১০৮), জিয়াউল হক (৮৬) ও মোহাম্মদ হেলাল উদ্দিন (৯০) পেয়ে নির্বাচিত হন। এছাড়া সহসভাপতি (লামা) থেকে মোহাম্মদ ইব্রাহিম ও মো: মামুন মিয়া সমান ৫৭ ভোট পয়েছেন। ক্রিড়া ও সাংস্কৃতি সম্পাদক পদে নুখ্যাই মং মার্মা (৭৯) পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবুল কাসেম পেয়েছেন ৩৪ভোট।
নির্বাচনী কর্মকর্তা এডভোকেট জয়নাল আবেদীন ভুঁইয়া বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করে জানান, মোট ১৩টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি সাদেকুল মাওলা, পাঠাগার সম্পাদক পদে একরামুদ্দিন, আইটি সম্পাদক পদে মেনুসাং মার্মা, সদস্য (লামা সংরক্ষিত) পদে শওকত ওসমান। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় আইনজীবী সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি
আরও পড়ুনঃ রাণীরবন্দরে শুক্রবার জুমার খুৎবায় আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.