গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং সমাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুশৃঙ্খল আচরণের প্রশ্ন তোলে। পুলিশ কনস্টেবল মো. সিজু মিয়া, যার বিপি নং ৮৬০৫১১৫৭৭৫ এবং টেলিকম সংস্থা রাজারবাগ, ঢাকার সদস্য, তার বিরুদ্ধে অবৈধ দৈহিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। সিজু মিয়া হিন্দু পরিবারের পাতানো বোন পরিচয়ে অতুশি রানী (নন্দিনী)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে ,তিনি বিভিন্ন রিসোর্ট এবং হোটেলে নন্দিনীর সঙ্গে রাত্রিযাপন করেছেন এবং এর প্রমাণ হিসেবে আপত্তিকর মেসেজ, ছবি ও রেজিস্ট্রেশন রেকর্ড পাওয়া যায়। এব্যাপারে সিজুর স্ত্রী
একাধিকবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও সুবিচার পাননি। বর্তমানে তারা বিচারপ্রার্থনায় দ্বারে দ্বারে ঘুরছেন।
পুলিশ সদস্যদের নৈতিকতা ও দায়িত্ববোধের জায়গা থেকে এমন ঘটনা একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে। জনসাধারণের নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত করাই যেখানে পুলিশের দায়িত্ব, সেখানে এমন কর্মকাণ্ড প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে তার চাকরি থেকে বরখাস্ত ও আইনানুগ শাস্তি নিশ্চিত করার দাবী ভুক্তভোগী স্ত্রীর।
এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -২,বগুড়া আদালতে দায়েরকৃত মামলা নম্বর ২৭০/২০২৪ (নারী) চলমান রয়েছে। ঘটনাটি ঘটেছে -বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন ময়ঘন হাটা ইউনিয়নের কিপা গ্রামে স্বামীর বাড়ীতে। গত ৫ ই জুলাই ২০২৪ তারিখ রোজ শুক্রবার সকাল ১১টায় ঘটনা ঘটে।
মামলার বিবরণে আরো প্রকাশ থাকে যে,২০০৭ সালের ২০শে মে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মহব্বত নন্দীপুর গ্রামের মোঃ ছোলামান আলীর কন্যা মোছাঃ তানিয়া আক্তার ববিতার সাথে ৫০ হাজার টাকা দেনমোহরানা ধার্য্য সাপেক্ষে মুসলিম শরা শরিয়তের বিধান মতে রেজিস্ট্রাি কাবিননামা মুলে বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন কুপা গ্রামের আঃ মান্নান আকন্দের ছেলে ও পুলিশ কনস্টেবল মোঃ সিজু আহম্মেদ (৩৯) -সাথে বিয়ে হয়।এরপর ২০১১ সালের ১ জানুয়ারি মোছাঃ তানিয়া আক্তার ববিতা স্বামী সিজু আহম্মেদের ঔরসজাত একটি কন্যা সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় লামিয়া স্বর্গ। এসময়ের মধ্যে পুলিশ কনস্টেবল স্বামী, স্ত্রী তানিয়া আক্তার ববিতাকে দিয়ে তার বাবার কাছ থেকে বিভিন্ন ভাবে ২৭ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
স্ত্রী তানিয়া আক্তার ববিতা তার দায়েরকৃত মামলার বিবরণে আরো জানায়, তার স্বামী ২৭,০০০০০/-সাতাশ লক্ষ) টাকা হাতিয়ে নেওয়ার পরেও স্বামী সিজুর নিকট আত্মীয় মোঃ মিজু আহম্মেদ-এর স্ত্রী মোছাঃ ডায়না খাতুন (৩৮), মৃত্যু মহির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান( ৫৮) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন কুন্দ খালাসপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোঃ বেলাল হোসেন (৫০) -এর পরামর্শে আরো ৫,০০০০০/-(পাঁচ লক্ষ) টাকা যৌতুক দাবি করে। স্ত্রী তানিয়া আক্তার ববিতা তার স্বামীর চাহিদা মোতাবেক যৌতুকের ৫ লক্ষ টাকা দিতে অসমতি জানিয়ে অপারগতা প্রকাশ করলে স্বামী মোঃ সিজু আহম্মেদ তার ঐ ৩ জন নিকটতম আত্মীয়দের কু-পরামর্শে স্ত্রী ববিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন পূর্বক বাড়ি থেকে তারিয়ে দেয়।একপর্যায়ে স্বামী সিজু আহম্মেদ গত ০৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে স্ত্রী তানিয়া ওরফে ববিতাকে তার অজান্তে তালাক প্রদান করে এবং ০৮ জুলাই ডাক বিভাগের মাধ্যমে উক্ত তালাকের নোটিশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর প্রেরণ করে। যাহা স্ত্রী ববিতা অবগত নয়। এর আগে স্বামীর পৈশাচিক নির্যাতনে মারাত্বকভাবে আহত তানিয়া ওরফে ববিতা, তার শিশুসন্তান লামিয়া স্বর্গকে নিয়ে গত ৬ ই জুলাই ২০২৪ তারিখে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। বিষয়টি উল্লেখ করে স্ত্রী তানিয়া তার স্বামীর বিরুদ্ধে পুলিশ সুপার, (এ এন্ড এফ,টি,এন্ড আই এম পুলিশ রাজারবাগ, ঢাকা বরাবরে দরখাস্ত দাখিল করলে উভয় পক্ষের মধ্যে বিগত ২৯/০৪/২০২৪ তারিখে আপোষ হয়।আপোষ নামা অনুযায়ী পূর্ববৎ তাদের স্বামী -স্ত্রী হিসাবে ঘর সংসার করার কথা ছিল কিন্তু স্বামী সিজুর অসহিষ্ণুতার কারণে বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়।পরবর্তীতে ঘটনার পূর্বাপুর বিবরণ উল্লেখ পূর্বক গত ০৭ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে শিবগঞ্জ থানায় স্বামীর সিজুর বিরুদ্ধে মামলা করতে গেলে থানা কতৃপক্ষ সরসরি মামলা গ্রহণ না করে আদালতে গিয়ে পিটিশন মামলা দাখিল করতে বলে।সে মোতাবেক তানিয়াঅঅঅঅঅঅঅঅঅঅ ওরফে ববিতা গত ১১ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে স্বামীসহ উল্লিখিত তিন জনার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -২, বগুড়া আদালতে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ১১গ()/৩০ ধারা মোতাবেক মামলা নম্বর ২৭০/২০২৪ দায়ের করলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, এবং গত ১৪/১/২০২৫ ধার্য্য তারিখে এমসি প্রাপ্তি এবং চার্জ শুনানীর দিন নিধারন করেন। পরে উক্ত তারিখেই আগামী ১০/০৩/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে পুনরায় চার্জ শুনানির পরবতী তারিখ ধার্য করা হয় বলে এখবর লেখা পর্যন্ত জানা যায়।
আরও পড়ুনঃ দিনাজপুরে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের দলীয় অফিস ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র-জনত
Leave a Reply