বিশেষ প্রতিনিধিঃ মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশনসংলগ্ন এলাকায় তার বাসার সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি এবং কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।
তিনি বলেন, ‘জহিরুল ইসলাম মিরনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। দুই হাত, মাথায় এবং দাঁড়ির নিচে জখম রয়েছে। এ ছাড়া বুকেও ছুড়িকাঘাত করা হয়েছে। প্রশাসনবান্ধব একজন সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় উপজেলা প্রশাসন ব্যথিত।’ এদিকে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে গাড়ি থেকে বাসার সামনে নামলে তাকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
ওসি বলেন, ‘ইতোমধ্যে ফিলিং স্টেশন এবং আশেপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছি। আমাদের তদন্ত চলমান আছে। আমরা এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে না পারলেও আশা করি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারব।’
আরও পড়ুনঃ বান্দরবান নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলবন্দর স্থাপনের পরিকল্পনা করছে সরকার: উপদেষ্টা সাখাওয়াত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.