শ্রী রাম বাবু চন্দ্র বর্মনঃ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিম পাড়া মহাশ্মশান (নওপুকুর) শিব ঠাকুরের পূজা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
৭ই ফেব্রুয়ারি ২০২৫ ইং শুক্রবার সময় ১২ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠান চলে।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি শামীমা আক্তার জাহান উপজেলা নির্বাহী অফিসার কালাই, বিশেষ অতিথি এডভোকেট হৃষিকেশ সরকার, সভাপতি পূজা উদযাপন পরিষদ জেলা জয়পুরহাট,
বাবু মনিশ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি হিন্দু বদ্ধ খ্রিস্টান পরিষদ কালাই শাখা,
মোঃ জাহিদ হাসান, অফিসার ইনচার্জ কালাই থানা,বাবু স্বপন কুমার তালুকদার,
সদস্য সচিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ,
সনাতন ধর্মের বলিগ্রাম নওপুকুর মহাশ্মশানের শিব পূজা ও পালা গান অনুষ্ঠিত হয়
আরো উপস্থিত ছিলেন সনাতন ধর্মের ভক্তবৃন্দ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply