
নিজস্ব প্রতিবেদক মো: ফজলুর রহমান: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অভুক্ত শেয়ালের কামড়ে ১০ আহত হবার নিশ্চিত করেছেন এলাকাবাসী।
উল্লেখ্য যে, সৈয়দপুর-১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ভর্তি’করার খবর পাওয়া গেছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাঘাচড়া গ্রামে রোববার ঘন কুয়াশায় প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়া আসা মানুষদের সকাল সাড়ে সাতটা থেকে ৮টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর আহতদের মধ্যে চার জনকে সৈয়দপুর-১০০ শয্যা হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন আছেন। আহতরা হলেন শংকরী রানী (৬১),
হায়াৎ আলী (৫৯), অমিছা খাতুন (৪১) ও তাসলিমা খাতুন (২০)। গুরুতর আহত শংকরী রানীকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে নীলফামারী জেলার সৈয়দপুর হাসপাতাল কর্তৃপক্ষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ওই গ্রামের বৈরাগীপাড়ার মৃত পূর্ণচন্দ্র রায়ের স্ত্রীকে। রিপোর্ট লেখা পর্যন্ত সকলের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
Leave a Reply