
সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রাম বাবু বর্মনঃ জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর মালিপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন। ভক্তদের মিলনমেলায় মুখরিত এই ধর্মীয় অনুষ্ঠানে সনাতন সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করছেন।
এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়পুরহাট বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মোঃ আনিসুর তালুকদার,
কালাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইফতাদুল হক, কালাই পৌর বিএনপি’র সদস্য রেজাউল ইসলাম সহ বিএনপি’র নেতৃবিন্দু উপস্থিত ছিলেন।
এদিকে নিরাপত্তা ও ব্যবস্থাপনা: অনুষ্ঠানকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে কালাই উপজেলা প্রশাসন ও কালাই থানা পুলিশ। পাশাপাশি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গও সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন। আয়োজক কমিটির দায়িত্বে আছেন সভাপতি শ্রী দুলাল মালি এবং সেক্রেটারি শ্রী প্রবাস মালি। প্রশাসনের নিবিড় পর্যবেক্ষণের ফলে অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, শ্রীমদ্ভাগবদ গীতা পাঠ ও মঙ্গলঘট স্থাপনের মাধ্যমে দিয়ে লীলা কীর্তনের সূচনা হয়। এরপর শনিবার ও রবিবার, দুই দিনব্যাপী বিশেষ কীর্তন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশবরেণ্য কীর্তনশিল্পীরা অংশগ্রহণ করছেন।
কীর্তন পরিবেশনায় আছেন: শ্রী মনোরঞ্জন গোস্বামী (গোবিন্দগঞ্জ, গাইবান্ধা) শ্রীমতি ববিতা রানী (কাহালু, বগুড়া) শ্রী খোকন সরকার (মান্দা, নওগাঁ) শ্রীমতি কৃষ্ণা দাসী (ফরিদপুর) ভক্তদের ঢল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৩ ফেব্রুয়ারি, সোমবার, কুঞ্জ ভঙ্গের মাধ্যমে মহোৎসবের সমাপ্
Leave a Reply