গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জে ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলের লক ভেঙে চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা হাতে নাতে চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গোবিন্দগঞ্জ পৌর শহরের গোরস্থান পাড়ায় এ ঘটনা ঘটে। এসময় চোরের কাছ থেকে মোটরসাইকেলের লক ভাঙ্গা মাষ্টার কি ও চাবি, মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত মোটরসাইকেল চোর আব্দুল হালিম (২৫) আন্ত জেলা চোর চক্রের সদস্য বলে জানা যায়। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা সদরের আশরাফ আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, তাকে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হয়েছে।
আরো উল্লেখ্য থাকে যে, ইতিপূর্বেও গোবিন্দগঞ্জের পূর্বালী ব্যাংক, আদালত চত্তর,উপজেলা চত্তর,গরু হাটি,হাসপাতাল চত্তর থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হলেও আজ অবধি সেই মোটরসাইকেল গুলি উদ্ধার করা হয়নি। এব্যবপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন মোটরসাইকেল চালকগনেরা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.