
রায়হান উদ্দিন সোনাগাজী (ফেনী) থেকেঃ ফেনী সোনাগাজীর পৌরসভার পুর্ব চরগনেশ গ্রামে অবস্থিত সামাজিক ও মানবিক সংগঠন, স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সোসাইটি। স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সোসাইটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে । ৩১জানুয়ারী শুক্রবার সকাল থেকে হালিম ডাক্তার পোল সংলগ্ন মাঠে দুই ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতা, বিস্কুট, হাড়ি ভাঙ্গা, বেলুন ফোঁটানো ও ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়। একই দিনে সন্ধ্যায় খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও স্থানীয় মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সোসাইটির সভাপতি মোঃ জুলফিকার হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নর্থ সাউথ হাউজিং প্রাঃ লিঃ এর চেয়ারম্যান আলমগীর হোসেন। সোসাইটির প্রচার সম্পাদক মোঃ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোসাইটির উপদেষ্টা মোঃ ইকবার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনসুর আহমেদ সাইফুল, বক্তারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক প্রফেসর ওবায়দুল হক, ইব্রাহিম -ফাতেমা নুরানী ও হিফয মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর নবী, মোশাররফ হোসেন চৌধুরী জামে মসজিদের খতিব, মাওলানা মোশারফ হোসেন।
সেনা সদস্য মোয়াজ্জেম হোসেন রিয়াদ, সোসাইটির উপদেষ্টা শহীদুল ইসলাম, এনামুল হক,রহমত উল্যাহ শাহীন,আবু বকর সিদ্দিক। এসময় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী আবু সুফিয়ান, সিনিয়র সহ সভাপতি মোঃ হানিফ লিটন, সভ সভাপতি মোঃ শিপুল, সাংগঠনিক সম্পাদক শাহজালাল বাবর, যুগ্ন সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন রিদয় প্রমুখ।
সোসাইটির সদস্যদের চারটি দলের মধ্যে সর্টপিস ক্রিকেট টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়। এতে স্বপ্নসিঁড়ি রাইটার্স, টিম স্বপ্নসিঁড়ি, স্বপ্নসিঁড়ি ক্যাপিটালস, এবং স্বপ্নসিঁড়ি টাইগার্স প্রতিদ্বন্দ্বীতা করে ফাইনালে স্বপ্নসিঁড়ি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বপ্নসিঁড়ি রাইটার্স। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে প্রাইজমানি ও ট্রপি তুলেদেন অতিথিবৃন্দ। ২০২০সাল স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সোসাইটির হয়। সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি উল্লেখযোগ্য ভাবে রক্তদানে এগিয়ে রয়েছে। বিভিন্ন সময় সোসাইটির কার্যক্রমে অবদান রাখায় ৫জনকে সেরা সদস্য ও ৬জনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
Leave a Reply