মোঃ মোরশেদ আলম চৌধুরীঃ খবর পেয়ে তুমব্রু বিওপির বিজিবি ও ঘুমধুম পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তাজা গুলিটি ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে ছোড়া একটি গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় বাসিন্দা সাংবাদিক মাহমুদুল হাসানের বাড়ির টিনের চালে এসে ওই গুলিটি পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে মিয়ানমারের ওপারে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পান তারা। সকালে সাংবাদিক মাহমুদুল হাসানের বাড়ির টিনের চালে এসে একটি গুলি পড়ে। এতে টিনের চালের একাংশ কাটা পড়ে।
খবর পেয়ে তুমব্রু বিওপির বিজিবি ও ঘুমধুম পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তাজা গুলিটি ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জাফর ইকবাল বলেন, তুমব্রু সীমান্তে ওই বাড়ি থেকে তাজা গুলিটি উদ্ধার করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে তাদের নিজেদের গ্রুপের সঙ্গে গোলাগুলি হয়। এর একটি গুলি আমাদের বাংলাদেশ অভ্যন্তরে এসে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ফের মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.