নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারাঃ কুড়িগ্রামের চিলমারী ও রাজিবপুর নদীপথে আবারও সংঘটিত হলো দুঃসাহসিক ডাকাতির ঘটনা। প্রশাসনের নজরদারির অভাবে বারবার এমন ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
গত ২৯ জানুয়ারি, বুধবার, দুপুর ১টায় চিলমারী ঘাট থেকে রাজিবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবোঝাই শ্যালো নৌকা যখন কড়াই বইর্শাল এলাকায় পৌঁছায়, তখনই একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। আনুমানিক ১১ জনের দলটি যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ৯ হাজার টাকা, ৫৫টি মোবাইল ফোন এবং প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। প্রায় ৩০ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে চিলমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। পরে পুলিশ যাত্রীসহ নৌকাটি উদ্ধার করে রাজিবপুর নৌকা ঘাটে পৌঁছে দেয়।
নিরাপত্তাহীন নদীপথ, আতঙ্কে যাত্রী-
এই অঞ্চলের নদীপথে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসনের নজরদারি কম থাকার সুযোগে ডাকাতরা বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয় এক যাত্রী বলেন, "প্রতিদিন হাজারো মানুষ এই নদীপথে যাতায়াত করে। কিন্তু নিরাপত্তা নেই বললেই চলে। আমরা আতঙ্কে থাকতে চাই না, প্রশাসনের উচিত নদীপথে নিয়মিত টহল নিশ্চিত করা।"
নিরাপত্তা জোরদারের দাবি-
এলাকাবাসীর দাবি, চিলমারী-রাজিবপুর নদীপথে নৌ পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি করতে হবে। নৌযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.