গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ভোগদখলকৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। জীবন নাশের আশঙ্কায় থানায় জিডি। জমি উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়েছেন ভুক্তভোগি পরিবার।
সরেজমিনে গিয়ে জানা যায়,উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়নের হাসনের পাড়া গ্রামের মৃত: ইছাহাক আলীর পুত্র, পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী সরকার দীর্ঘ ৪০ বছর ধরে দলিল মূল্যে ও পৈত্রিক সূত্রে ৩১ শতক জমি ভোগদখল করে আসছিলেন।
গত ১৭ জানুয়ারী-২৫ ইং সেই ভোগদখলকৃত জমি দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত আব্দুল মান্নানের পূত্র ফিরোজ, মানিক ও সবুজ গংদের বিরুদ্ধে। এ ব্যাপারে আব্দুল বারী সরকার বাদী হয়ে জীবন নাশের আশঙ্কায় পলাশবাড়ী থানায় জিডি নং-৮২৮ তারিখ ১৯/০১/২০২৫ দায়ের করেছেন।
এই ব্যাপারে ভুক্তভোগী আব্দুল বারী সরকারের সাথে কথা হলে তিনি জানান, " এই জমিটি আমার জন্মের পর থেকে দীর্ঘ ৪০/৫০ বছর ধরে দেখে আসছি আমার বাপ-চাচারা চাষাবাদ করে আসছে। ইতিপূর্বে এই জমির অংশীদারত্বকে কেন্দ্র করে দুই দুইটি মার্ডার হয়েছে।যা দীর্ঘ ২০ বছর ধরে মামলা বিচারাধীন রয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই মামলাটির রায় হতে যাচ্ছে। সেই মামলার রায়কে প্রভাবিত করার জন্যই একটি পক্ষ কোনো প্রকার স্বত্ত ছাড়াই জমিটি দখল করেছে। এটি নিয়ে আমি খুবই আতঙ্কিত।" তিনি জমিটি উদ্ধারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এই ব্যাপারে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরী দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন, পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.