
মানুষের জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। সুস্থতা অসুস্থতাও তাঁর হাতে। তিনি যাকে খুশি সুস্থতা দান করেন, যাকে খুশি অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। পুরো সৃষ্টি তাঁর মর্জির মতো চলে। মানুষের কোনো ক্ষমতা নেই।
তবে, মানুষ তার সাধ্য অনুযায়ী অপর মানুষের পাঁশে দাঁড়াতে পারে। এক ভাই আরেক ভাইয়ের জন্য হাত তুলে দোয়া করতে পারে। যা আজ সুলতান ভাইয়ের জন্য বড়ো প্রয়োজন।
জেলা শহরের লাঙ্গলজোড়া নিবাসী, বাংলাদেশ টুডে এর জামালপুর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক, সুলতান আলম ( ৫৫) । যিনি সারাজীবন মানুষের কথা বলেছেন। মানুষের অধিকার আদায়ে কলম ধরেছেন। লড়েছেন অনিয়ম অসঙ্গতির বিরুদ্ধে। অন্যায় অসত্যের কাছে কখনো মাথা নুয়াননি। স্বর্বদা থেকেছেন লোভ লালসার উর্ধ্বে। এমন সংগ্রামী জীবন যাপনে করতে গিয়ে অনেক অপূর্ণতা অতৃপ্ততার মধ্য দিন কেটেছে তার। কিন্তু, নিজের কষ্ট অন্যকে বুঝতে দেননি। কারো দ্বোয়ারে কড়া নাড়েননি। শত চাহিদা ও অভাব অনটনের মধ্যেও আত্মসম্মান এবং আত্মমর্যাদা ক্ষুয়াননি।
কিন্তু, ভয়াবহ মরণব্যাধি ক্যানসার আজ তার উঁচু মাথা নীচু করে দিয়েছে। বেঁচে থাকার প্রয়োজনে আজ পরম করুণাময়ের দয়ার পাশাপাশি চিকিৎসার লক্ষ্যে সহযোগী, সহকর্মী, পাড়া প্রতিবেশী, বিত্তশালী বিত্তবানদের সহযোগীতার প্রয়োজন। চিকিৎসকদের মতে তার চিকিৎসার জন্য ২ থেকে ৩ লাখ টাকার প্রয়োজন! যা জোগাড় করা তার পরিবারের জন্য অসম্ভব ব্যাপারে।
এমতাবস্থায় কবির ভাষায় বলতে হয় “কে আছো সামর্থ্যবা হও আগুয়ান, দাঁড়াও পাশে আর্ত পীড়িতের!
আরও পড়ুনঃ জামালপুরে চিকিৎসার অভাবে ক্যান্সার আক্রান্ত সাংবাদিক সুলতান এখন মৃত্যু পথযাত্রী
Leave a Reply