দিনাজপুর থেকে ফজলুর রহমান: দিনাজপুরে গোর-এ শহীদ ময়দানে কর্মী সম্মেলনে আমির ডা.শফিকুর রহমান,, ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:৩১ আ.লীগ উন্নয়নের নামে রডের বদলে বাঁশ আর সিমেন্টে ছাই মিশিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন,আওয়ামী লীগ সরকার বলত গণতন্ত্রের দরকার নেই,উন্নয়ন হলেই চলবে। কিন্তু উন্নয়ন করতে গিয়ে তারা রডের বদলে বাঁশ দিয়েছে, সিমেন্টের সঙ্গে ছাই মিশিয়েছে। আমাদের বাংলাদেশ থেকে তারা ২৬ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে।
শনিবার দুপুরে দিনাজপুরে গোর-এ শহীদ বড় মাঠে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন অন্যায় করেছে আমরা প্রতিবাদ করেছি।আমাদেরকে মিটিং-মিছিল করার সুযোগ দেয়নি আমাদের। কিন্তু তাই বলে আমরা বসে ছিলাম না। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে আমরা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছি। আমরা যখনই মিছিল করতাম তখনই বুঝতাম আমাদের কেউ গ্রেপ্তার হবে,
কেউ মারা যাবে,কেউ গুম হতে পারে,কিংবা গুলি করে পঙ্গু বানিয়ে ফেলতে পারে, মামলা দিয়ে জেলে দিতে পারে। কিন্তু আমরা শুধু আল্লাহকে পরোয়া করেছি,এসবকে পরোয়া করিনি।
ষড়যন্ত্র-মিথ্যাচারে জামায়াত-শিবিরকে আর শেষ করা যাবে না ফেলানী হত্যায় সারা বিশ্ব ভারতকে ছি ছি করেছে: জামায়াত আমির ডা.শফিকুর রহমান বলেন,
আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে ছিলাম। যেখানেই খরা,দুর্ভিক্ষ,বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এসেছে মজলুম সংগঠন হিসেবে সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই-বোনদের কাছে পৌঁছে গেছি। পুরো সাড়ে ১৫ বছর ধরে আমরা এভাবেই তিলে তিলে সাহায্য করেছি। ওরা (আওয়ামী লীগ) আমাদের সহ্য করতে পারেনি, বিভিন্ন জায়গায় আমাদের হুমকি-
ধামকি দিয়েছে। বন্যায় দেশ ভাসছে কিন্তু ওরা কিছু করে না। আমরা বলেছি জনগণের পাশে দাঁড়ানোর জন্য যদি আমাদেরকে গ্রেপ্তার করে করুক আমরা পরোয়া করি না। এই ধরনের আচরণ পুরোটা সময়জুড়ে করেছে। কিন্তু আমরা দমে যাইনি।
কর্মী সম্মেলনে দিনাজপুর জেলা জামায়াতের আমির আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মমতাজ উদ্দিন, মাহবুবুর রহমান বেলাল,কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য দেলোয়ার হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.