ইসলামপুর প্রতিনিধিঃ দৈনিক আলোকিত সকাল পত্রিকায় ইসলামপুর প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু এর দ্বিতীয় কন্যা রাফিয়া ইবানাত (রামিসা) ছয় বছরের বয়সে জন্মদিন পালিত। সোমবার(১৯জানুয়ারি) সন্ধ্যায় পৌরশহরে নটার কান্দা নিজ বাড়ীতে জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আব্দুল কাদের, সাংবাদিক রোকনুজ্জামান সবুজ,মো.হোসেন শাহ্ ফকির,সেলিনা বেগম ও রত্নাসহ শুভাকাঙ্ক্ষীরা। মনোরম পরিবেশে জন্মদিনের কেক কেটে পালন করেন। রামিসার ছয় বছর পেরিয়ে সাত বছরে পদার্পণ। রামিসার পরিবার সকলের কাছে দোয়া কামনা করছেন।
20
ইসলামপুর প্রতিনিধিঃ দৈনিক আলোকিত সকাল পত্রিকায় ইসলামপুর প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু এর দ্বিতীয় কন্যা রাফিয়া ইবানাত (রামিসা) ছয় বছরের বয়সে জন্মদিন পালিত।
সোমবার(১৯জানুয়ারি) সন্ধ্যায় পৌরশহরে নটার কান্দা নিজ বাড়ীতে জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আব্দুল কাদের, সাংবাদিক রোকনুজ্জামান সবুজ,মো.হোসেন শাহ্ ফকির,সেলিনা বেগম ও রত্নাসহ শুভাকাঙ্ক্ষীরা। মনোরম পরিবেশে জন্মদিনের কেক কেটে পালন করেন।
রামিসার ছয় বছর পেরিয়ে সাত বছরে পদার্পণ। রামিসার পরিবার সকলের কাছে দোয়া কামনা করছেন।
Leave a Reply