মোঃ মোরশেদ আলম চৌধুরীঃ পুলিশের হাত থেকে রক্ষা পায়নি স্ত্রীর খুনী মেহেদী। তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার চকরিয়ার আলোচিত হত্যাকারী মেহেদী হাসান লামা থেকে গ্রেফতার। চকরিয়ার আলোচিত ভাঙ্গারমুখ এলাকার স্ত্রী হত্যাকারী টিকটকার মেহেদী হাসান (২৩) লামা থেকে গ্রেফতার।
লামার কুমারী পুলিশ ক্যাম্পের সম্মানিত আইসি এসআই জামিল আহমেদ এর নেতৃত্বে তাকে আটক করা হয়।
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া। তিনি বলেন, শুক্রবার ১৭ জানুয়ারি দুপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর ঘাতক মেহেদী পালিয়ে গেলেও পুলিশ ও নিহতের পরিবারের বিভিন্ন সোর্স মারফত তার গতিবিধি নজরে রাখা হয়। এরইমধ্যে রাত ৯ টার দিকে পার্বত্য উপজেলা লামা বাজারে ঘোরঘুরির সময় তাকে দেখতে পেয়ে পাকড়াও করে থানা পুলিশকে হস্তান্তর করে লোকজন।
তিনি বলেন, গতকাল রাত দশটার দিকে আমাদের একটি পুলিশ টিম লামা থানা থেকে তাঁকে নিয়ে চকরিয়া থানার উদ্দেশ্য রওনা দিয়েছেন বলে জানিয়েছেন ওসি মনজুর কাদের ভূইয়া।
এদিকে শুক্রবার দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মজিদিয়া মাদ্রাসা পাড়ায় শ^শুর বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মেহেদী। পরে স্ত্রী উম্মে হাফসা তুহি মারা গেলেও শাশুড়ি পারভীন আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.