
মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্টাফ রিপোর্টারঃ ১২ -১৩ তারিখ জানুয়ারি তাফসিরুল কুরআন মাহফিল উপলক্ষে সভাপতিত্ব করবেন মাওলানা মোঃ সাহেব আলী অধ্যাপক ও এম ইউ সিনিয়র মাদ্রাসা সহ-সভাপতি করবেন জনাব মোঃ আব্দস সুবহান মন্ডল আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী উদয়পুর ইউনিয়ন প্রধান অতিথি ডক্টর ফজলুর রহমান সাঈদ আমির বাংলাদেশ জামায়াতেইসলামী জয়পুরহাট জেলা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রাশেদুল আলম সবুজ সহকারি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা জনাব মোঃ সাহাদাতু জ্জামান সাবেক এমপি বগুড়া দুই আসন বিন্দু জনাব মোহাম্মদ মনসুর রহমান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই জয়পুরহাট প্রধান বক্তা শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের সুযোগ্য পুত্র সামিম সাঈদী পিরোজপুর দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামে চিন্তাবিদ মুফাসসিরুল কোরআন মাওলানা মোঃ আব্দুস সালাম নাটোরী আমন্ত্রিত অতিথি বিন্দু জনাব মোহাম্মদ মুক্তার হোসেন সুপার নওয়ানা এস এ ইউ দাখিল মাদ্রাসা মাওলানা মোহাম্মদ এনামুল হক বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আমির আলী মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী মোসলেমগঞ্জ জনাব মোঃশফিকুল ইসলাম কাজী উদায়পুর ইউনিয়ন জনাব মোঃ মামুনুর রশিদ সাবেক সদস্য উদায়পুর ইউপি জনাব মোঃ আবু রায়হান সারুঞ্জা জনাব মোহাম্মদ ফাজিল সাবেক সদস্য উদয়পুর ইউপি উদায়পুর ইউপি মাহফিল পরিচালনায় জনাব খাইরুল ইসলাম পরিচালক দা হলি কোরআন স্কুল মোসলেমগঞ্জ প্রচারে অত্র মসজিদের এন্তেজামিয়া কমিটি।
Leave a Reply