মেহেদী আকাশ:
আমার দুঃখিনী মাকে বোলো—
আমি আর বাড়ি ফিরবো না!
যে আবহমান তীব্র স্রোতের নদীতে আমি গা ভাসিয়েছি এক মুক্তির পথে,
এখানে শুধুই যাওয়ার পথ খোলা, ফেরার কোনো পথ নেই!
আমার প্রিয়তম পিতাকে বোলো—
আমি তার শাসন মানবো না!
যে সংকল্প নিয়ে আমি মিছিলে এসেছি গণজোয়ারের মধ্যিখানে,
সেখানে কোনো শাসন চলে না, সেখানে কোনো বাধা মানে না।
আমার অভাগা প্রেমিকাকে বোলো—
প্রতিটা বিপ্লবে, প্রতিটা মিছিলে, প্রতিটা সংলাপে, মুক্তির বিলাপে আমি শুধু তাকেই ভালোবাসি।
আর আমার শুদ্ধতম ভালোবাসায় যে উড়ায় স্বৈরতন্ত্রের কালো পতাকা, সেই পতাকায় থুতু দিয়ে, পায়ে মুড়িয়ে স্বৈরাচারীর ঋদপিণ্ডো চিরে ফেলতে আমি কখনও পিছ পা হবো না— আমার ভালোবাসার কসম।
এ বিপ্লব পরিবর্তনের, এ বিপ্লব নতুন সূর্যদয়ের, এ বিপ্লব খাঁচায় আবদ্ধ পাখির বন্দীত্বের মুক্তি দেয়ার।
যে স্লোগানে আমরা সুর মিলিয়েছি তার প্রতিটা শব্দে, ছন্দে উচ্চারিত হয় ইনকিলাব!
যে কাঁধে হাত রেখে আমরা একত্র হয়েছি, এই কাধ আমার রক্তের থেকেও আপন,
যে লড়াইয়ে আমরা নেমেছি, সে লড়াই ফ্যাসিজমের বিরুদ্ধে
যে লড়াইয়ে আমরা নেমেছি, সে লড়াই অত্যাচারীর বিরুদ্ধে,
যে লড়াইয়ে আমরা নেমেছি, সে লড়াই কালো পোশাকের বিরুদ্ধে
এ লড়াই চলতে থাকবে পৃথিবী ধ্বংসের অন্তিম মুহূর্তে পর্যন্ত।
যারা আমার স্বাধীনতার উপর চাষ করেছে অন্যায়ের বীজ
এখন সময় তাদেরকে উপড়ে ফেলে দেয়ার,
যারা আমার মত প্রকাশে করেছে জুলুম
এখন সময় তাদের কানের কাছে গিয়ে উচ্চস্বরে আবৃত্তি করা সূরা ফাতিহার।
যারা আমার মুক্ত চিন্তায় টেনেছে লাগাম
এখন সময় তাদেরকেই সেই লাগামের পৃষ্ঠে বেঁধে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়ার।
আমি তো বলেছি আমি আর বাড়ি ফিরবো না
যেখানেই হবে অবিচার আমি ফিনিক্স পাখির মতো উড়ে যাবো সেই দ্রাঘিমায়;
ফিনিক্স পাখির আগুনের স্ফুলিঙ্গ দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো অত্যাচারীর রুহ!
আমার মৃত্যু হলে হোক, আমি বলছি, আমার মৃত্যু হলে হোক
আমি আর বাড়ি ফিরবো না
বিপ্লবীরা বাড়ি ফেরে না
তাদের এই সংগ্রাম অনন্তকালের।
তারা মৃত্যুকে ভয় পয় না, অত্যাচারীর ভয়ঙ্কর কামান থেকে ছুটে আসা ভারী গোলার সম্মুখে দাঁড়িয়ে তারা এক নিঃশ্বাসে বলে ফেলতে পারে সূরা আল বাকারা
তারা একবার যখন বাড়ি ছেড়ে আসে বিপ্লবের পথে তখন দাজ্জালের শেষকৃত্য না করে তারা বাড়ি ফেরে না;
আমিও ফিরবো না
এ শপথ আমার, এ শপথ সকল বিপ্লবীর।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.