রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক রৌমারী উপজেলা শাখার ৩১ সদস্যের কমিটি অনুৃমোদনের একদিন পর জেলা আহবায়ক ও সদস্য সচিব এর স্বাক্ষরিত রৌমারী উপজেলা কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এনিয়ে এলাকায় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও ক্ষোভ বিরাজ করছে।
বুধবার ১৮ ডিসেম্বর মোঃ আতিকুর রহমান সুমনকে আহবায়ক, হারুন অর রশিদ শাকিল সিনি: যুগ্ম আহবায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব পদে নিযুক্ত করে কমিটি অনুৃমোদন দেয়া হয়। পরে শুক্রবার ২০ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা জাসাস আহবায়ক জাকি মো: আহসান হাবীব সজীব ও সদস্য সচিব নুরজামাল বাহাদুর এর স্বাক্ষরিত কমিটি অনিবার্য কারণবশত উক্ত কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন। বলা আছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। উল্লেখ যে, অনুমোদিত কমিটি কত দিনের জন্য থাকবে তা কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি।
জানা গেছে, রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জুর স্বাক্ষরিত প্রস্তাবিত কমিটির জন্য সুপারিশ করেন। সেটা জেলা কমিটি যাছাই বাছাই না করে অনুমোদন দেন। অভিযোগ উঠে অনুমোদিত কমিটিতে উপজেলা আওয়ামী লীগ কর্মী ও সমর্থক আছেন। তা নিয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে যায় রৌমারী জাসাস কমিটির সাবেক আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা জানানোর ছবি। বিগত দিনে কিংবা বর্তমানে বিএনপির অঙ্গসংগঠনের কোনো কমিটিতে নেই এই দুই জন।
অভিযোগ উঠে জাসাস কমিটির আহবায়ক আতিকুর রহমান সুমন ও সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ শাকিল তারা বিগত আ’লীগের সরকারের দলীয় নৌকা প্রতীকের হয়ে জাতীয় নির্বাচন, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে এক নিষ্ঠ নেতা ও কর্মী হয়ে কাজ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন, দলের কোনো পদ পদবিতে নেই তারা কি ভাবে জাসাস কমিটিতে আসে। কমিটির অধিকাংশরাই দল করেনা। এহেন কর্মকাণ্ডের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আশা করি যারা এমন কাজ করছে তাদের সাংগঠনিক বিচার হওয়া দরকার।
কুড়িগ্রাম জেলা শাখার জাসাস আহবায়ক কমিটির সদস্য সচিব নুরজামাল বাহাদুর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ভাই আমি ব্যাস্ত আছি। কি কারণে কমিটি স্থগিত করা হলো জানতে চাইলে জানান দুই একদিন পরে জানাবো।
কুড়িগ্রাম জেলা শাখা জাসাসের আহবায়ক জাকি মো: আহসান হাবীব সজীব এর ফোনে একাধীকবার কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এব্যাপারে রৌমারী উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান তার সাথে মোবাইল ফোনে জাসাস কমিটিতে আওয়ামী লীগের নেতা কর্মী জানতে চা ইলে তিনি বলেন, সাধারণ সম্পাদকের উপর বিশ্বাস করে কমিটির জন্য সুপারিশ করেছি। তবে যদি থাকে তাহলে বিতর্কৃত হয়েছে বিষয়টি দুঃখজনক।
আরও পড়ুনঃ মামলার রহস্য উদঘাটন করায় অফিসার আনোয়ার শ্রেষ্ঠ পুরস্কার পেলেন
Leave a Reply