রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
২০ ডিসেম্বর (শুক্রবার) রাতে নিজ বাসভবন থেকে মির্জা সোহেলকে গ্রেফতার করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ০৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের পর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমাস হোসেন মামলার আসামি হয়ে পলাতক রয়েছেন।
চেয়ারম্যান পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যান হিসেবে মির্জা সোহেল সদর ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। শুক্রবার সন্ধ্যায় প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলকে মুক্তির দাবিতে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন মির্জা সোহেলের স্ত্রী।
তিনি জানান গত ১৭-১১-২০২৪ তারিখে ইউনিয়ন পরিষদের একটি রেজুলেশন এর মাধ্যমে মির্জা সোহেলকে পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়। উল্লেখিত রেজুলেশনে ১২ জন স্বাক্ষর প্রদান করেন এবং একজন স্বাক্ষর প্রদান করা থেকে বিরত থাকেন।
পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা গ্রহণ কে কেন্দ্র করে এটি একটি চক্রান্ত হতে পারে বলে ধারনা করেন। হয়তো তার প্রেক্ষিতেই একটি কুচক্রী মহল তার নির্দোষ স্বামীকে ফাঁসিয়েছেন।
প্রশাসনের কাছে তার স্বামীর মুক্তির দাবি করেন তিনি আরও বলেন আমার স্বামী অত্যন্ত সৎ মানুষ তিনি আওয়ামী লীগের রাজনীতি তথা কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। আওয়ামী লীগের যেকোনো কমিটি থানা কমিটি, ইউনিয়ন কমিটি এবং ওয়ার্ড কমিটিতে তার কোন পদ পদবী বা নাম নাই বা থানাতে তার নামে কোন প্রকার মামলা নাই। তাই তিনি প্রশাসনের কাছে তার স্বামীর মুক্তির দাবি জানান।
এই ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান আমি ছুটিতে রয়েছি তবে একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও খবর পড়ুন ইসলামপুরে মোটরসাইক সংঘর্ষ, নিহত-১, আহত-২
Leave a Reply