মোঃমোরশেদ আলম চৌধুরীঃ নুর মোহাম্মদ মিন্ট সভাপতি, আবুল হাশেম সাধারণ সম্পাদক ও এম জাহিদ হাসান সাংগঠনিক সম্পাদক। লামা সাংবাদিক ফোরাম এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল তিনটায় গোপন ব্যালটে ভোট গ্রহন শুরু হয়ে সোয়া চারটার মধ্যে শেষ হয়।
সংগঠনের ১৬ জন সদস্য সকলেই ভোটার। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটে প্রার্থীতা করেন মোট ৬জন।
প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সভাপতি পদে ২জন হলেন, বর্তমান সভাপতি মোঃ ইউছুপ মজুমদার ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিন্টু। সাধারণ সম্পাদক পদে হলেন, আবুল হাশেম ও আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক পদে, এম জাহিদ হাসান ও ইসমাইলুল করিম নিরব।
ব্যালট পেপারে প্রার্থীদের নামকে প্রতীক হিসেবে গন্য করে শতভাগ ভোটার উপস্থিত হয়ে নিজ পছন্দের প্রার্থীর নামের উপর গোপনে সিল দিয়ে সমর্থন ব্যাক্ত করেন।
এর আগে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়। তারা হলো, মোঃ শাহনেওয়াজ, বিপ্লব দাস ও ফরিদুল আলম।
ভোটে নুর মোহাম্মদ মিন্ট সভাপতি, আবুল হাশেম সাধারণ সম্পাদক ও এম জাহিদ হাসান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.