রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের পরকীয়ায় বাধা দেওয়ায় সিঙ্গাপুর প্রবাসী মঈনুদ্দিন নামের এক যুবকের গলা কেটে দিয়েছে। এঘটনায় তার স্ত্রী সোমা খাতুন (২১) কে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলার ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডা গ্রামে ঘটনাটি ঘটে। প্রবাসী মঈনুদ্দিন ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে দুজন মিলে সোমার বড় বোনের বাড়িতে (বাগভান্ডার গ্রামে) দাওয়াত খেতে যায়। বোনের বাড়িতে গিয়েও স্বামীর সঙ্গে ঝগড়া বাধায় সোমা। ঝগড়ার এক পর্যায় দুজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় নতুন ব্লেড দিয়ে তার স্বামীর গলা কেটে দেয় সোমা। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন মঈনুদ্দিনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরিবার ও স্হায়ীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে পাথরডুবী ইউনিয়নের তালুক মশাল ডাঙা গ্রামের উমর আলীর মেয়ে সোমা খাতুনের (২১) সঙ্গে মঈনুদ্দিনের (৩২) বিয়ে হয়। বিয়ের এক বছর পর সিঙ্গাপুর চলে যান মঈনুদ্দিন। স্বামীর অনুপস্থিতিতে পরকীয়ায় জড়ায় সোমা। পরিবারের লোকজন বিভিন্ন ভাবে বুঝিয়েও সোমাকে পরকীয়া থেকে ফেরাতে পারেনি। পরে গত ৪ ডিসেম্বর দেশে ফিরে আসেন মঈনুদ্দিন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়।
ভূরুঙ্গামারী থানায় সোমার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করে মঈনুদ্দিনের পরিবার। মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে সোমাকে আটক করে।
ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে সোমাকে আটক করা হয়েছে
আরও পড়ুনঃভালুকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে দু’পক্ষের সংঘর্ষে
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.