
দেওয়ানগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে নিত্য চন্দ্র সরকার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিত্য চন্দ্র উপজেলার পৌর এলাকা ভবসুর দাসপাড়া গ্রামের যোগেশ চন্দ্র সরকারের ছেলে। জানা যায়, লম্পট নিত্য চন্দ্র দৃষ্টি প্রতিবন্ধী ওই তরুণীকে প্রায় সময়ই বিরক্ত করে আসছে। ২৮ নভেম্বর দুপুরে বাড়িতে লোকজন না থাকার সুযোগে প্রতিবন্ধীকে ধর্ষণ করে বের হয় নিত্য চন্দ্র সরকার। লোকজন দেখে ধর্ষক দৌড়ে পালায়। ঘটনাটি জানাজানি হলে জানা যায়, প্রতিবন্ধী দুই মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় প্রতিবন্ধীর নানি বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করলে পুলিশ ধর্ষক নিত্যকে আটক করে। ওসি নাজমুল হাসান জানান, গ্রেফতারকৃত ধর্ষক নিত্য চন্দ্র সরকারকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply