ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর ও মোটরসাইকেলের সং-ঘ-র্ষে দুই ভুট্টা ব্যবসায়ী নি-হ-ত।
সিনিয়ার স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মহেন্দ্র ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সং-ঘ-র্ষে হারুন অর রশিদ (৪৫) ও আব্দুল খালেক (৪৮) নামে দুই ভুট্টা ব্যবসায়ী নি-হ-ত হয়েছেন।
বুধবার সন্ধা আনুমানিক ৭ ঘটিকার সময়, পীরগঞ্জ-বীরগঞ্জ মহাসড়কের চাপোর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বীরগঞ্জ অভিমুখে যাওয়ার সময় পীরগঞ্জ অভিমুখে আসা ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের
মুখোমুখি সংঘর্ষ হয় । এতে করে মোটরসাইকেল আরোহী হারুন অর রশিদ(৩৫) নিহত হয়।
সঙ্গে থাকা আব্দুল খালেক (৪০) আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করলে আব্দুল খালেক সে খানে মৃত্যুবরণ করেন।
নিহতদের পরিচয়:হারুন অর রশিদের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামে।
অপর নিহত আব্দুল খালেক একই উপজেলার গড়েয়া এলাকার ১৩ মাইল গ্রামের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ধান ও ভুট্টা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ বিষয়ে,পীরগঞ্জে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, পীরগঞ্জ ও বীরগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনা ঘটে।
উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে হারুনুর রশিদ নামে একজন মৃত্যুবরণ করেন। অপরজন আব্দুল খালেক আশঙ্কাজনক অবস্থা দেখা দিলে পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।ঘাতক ট্রাক্টর টলিটিকে আটক করা সম্ভব হয়নি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.