ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ঠাকুরগাঁও মুক্ত হয় পাকিস্তানি হানাদারদের কবল থেকে। দিনটি উপলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানান কর্মসূচির আয়োজন করে। দিবসটি উদযাপনে প্রেস কাবের সামনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তর, জেলা বিএনপি এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠন। পরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং পাকিস্তানি হানাদার মুক্ত হওয়ার ঘটনাগুলো স্মরণ করা হয়। সভায় মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন, যা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের...
6
ঠাকুরগাঁও প্রতিনিধি \
ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ঠাকুরগাঁও মুক্ত হয় পাকিস্তানি হানাদারদের কবল থেকে। দিনটি উপলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানান কর্মসূচির আয়োজন করে।
দিবসটি উদযাপনে প্রেস কাবের সামনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তর, জেলা বিএনপি এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয় এবং পাকিস্তানি হানাদার মুক্ত হওয়ার ঘটনাগুলো স্মরণ করা হয়।
সভায় মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন, যা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার আহ্বান জানায়।
Leave a Reply