নিজস্ব প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে খেওয়ারচর উজান গ্রামের মোছাঃ সুমি আক্তার, পিতা- মোঃ সহিদুলাহ একই গ্রামের বাসিন্দা আপন জেঠাতো ভাই মোঃ ফজলুর রহমান, পিতা- মোঃ আঃ কাদির কে মুসলিম শরিয়ত মোতাবেক বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের সংসার জীবন সুন্দর সুখীময় করার লক্ষে ঢাকায় গিয়ে উভয়ই পোষাক শিল্প কারখানায় চাকুরী করে।
চাকুরীরত অবস্থায় ফজলুর রহমান তার স্ত্রীর সকল চাহিদাসহ স্ত্রীর সাকুল্য দেনমোহর পরিশোধ করে এবং তাদের সংসার ভালোভাবে চলার জন্য মোটামোটি ভালো অংকের টাকা জমায়িত করে।
এমতাবস্থায় থাকাকালীন হঠাৎ করে একদিন পূর্বের পরিকল্পিতভাবে মোছাঃ সুমি তার পরিবারের কুঃপরামর্শে স্বামীকে না জানিয়ে বাসায় থাকা গচ্ছিত টাকা-পয়সা এবং অলংকারাদি চুরি করিয়া ঢাকা থেকে তার বাপের বাড়ীতে চলে আসে।
এ ব্যাপারে তাদের স্থানীয় সংশ্লিষ্ট চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার শালিশী বৈঠক করিয়াছে। কিন্তু কোনোক্রমেই মেয়ের পক্ষ ফজলুর রহমান এর সংসার করবে না মর্মে জানাইলে স্বামী ফজলুর রহমান নিরুপায় হইয়া বর্তমান সরকারের ক্ষমতা প্রাপ্ত বিচার বিভাগীয় সেনা বাহিনীর আশ্রয় গ্রহন করে।
সেনা বাহিনীর মাঠ পর্যায়ে পরোক্ষ হস্তক্ষেপেও মোছাঃ সুমির পিতার কাছে কোনো প্রকার ফলদয় হয় নাই। অবশেষে দাম্পত্য স্বত্ব আদায়ের লক্ষে ফজলুর রহমান বিজ্ঞ আদালতে মামলা করে।
কিন্তু কোনো কিছুতেই কোন প্রকার ফলোদয় না হইলে ফজলুর রহমান তার স্ত্রী মোছাঃ সুমিকে ১৯৬১ সালের বিবাহ রেজিস্ট্রি আইনে তালাক ও দেনমোহর পরিশোধ করার পর থেকেই শুরু হয় মোছাঃ সুমির পিতার দ্বারা হয়রানীমূলক বিভিন্ন প্রকার মিথ্যা মামলা। শুধু তাই নয় মামলা চালানোর জন্য বিজ্ঞ আদালতে যাওয়া-আসার পথে ফজলুর রহমানকে সুমির পিতার ভাড়াকৃত অজ্ঞাতনামা লোকজনের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টিসহ তার জীবন নাশের হুমকী প্রদান করে আসছে।
সদা-সর্বদা ফজলুর রহমান এর পরিবার মোছাঃ সুমির পরিবার দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বিদ্যমান হইয়ে দাড়িয়েছে। মোছাঃ সুমির পিতা, মাতা ও তাদের সংগ্রহ করা ক্যাডার বাহিনীর ভয়ে ফজলুর রহমানসহ তার পরিবার দিশেহারা।
আরও পড়ুনধর্ষণ মামলার আসামি ভিপি নুর সহ ৬ আসামি গ্রেপ্তার নাহলে আত্মহত্যা করবেন ঢাবি ছাত্রী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.