রাশেদুল ইসলাম রনি: জামালপুরের বকশীগঞ্জে বীজ বিপনন প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বীজের দাম বেশি নেওয়ার অপরাধে ৫ টি বীজ বিপণন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার ( ১) ডিসেম্বর পৌর এলাকার বিভিন্ন দোকানে ও ভ্রাম্যমান আদালতের অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) আসমা- উল- হুসনা ৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বকশিগঞ্জ থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা- উল- হুসনা জানান এসকল বীজের দাম বেশি নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায়
মেসার্স ত্রিনাথ চৌধুরী ১০ হাজার, ভাই ভাই বীজ ভান্ডার ৫ হাজার,দেলু এন্টারপ্রাইজ ৫ হাজার মানতাশাহ এন্টারপ্রাইজ ৫ হাজার,সরকার বীজ ভান্ডার ৫ হাজার টাকা করে সর্বমোট ৫ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের কার্যকম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.