মনসুর আহম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের ৫ দিন পর লাবণ্য আকতার (৫) নামে এক স্কুল ছাত্রীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কোষাডাঙ্গীপাড়া গ্রামে আঁখ খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
থানা পুলিশ জানান, কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের কন্যা ও কোষামন্ডলপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনির ছাত্রী লাবন্য আকতার গত ২৩ নভেম্বর বিকাল থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সন্ধার আগে বাড়ির পাশে^ আঁখ খেতে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তার পিতা ঘটনাস্থলে গিয়ে পরণের কাপড় দেখে মেয়ের মরদেহ সনাক্ত করেন। রাতেই মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় লাবন্যর পিতা বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে থানায় মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, এটি হত্যাকান্ড বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ধারে কাজ করছেন তারা।
আরও পড়ুনঃ পীরগঞ্জে অভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.