কক্সবাজার সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে কাপনের কাপড় গায়ে সড়ক অবরোধ
মোঃমোরশেদ আলম চৌধুরীঃ ১৯ নভেম্বর ২০২৪ইং......কাপনের কাপড় গায়ে জড়িয়ে সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছে সেন্টমার্টিনের বাসিন্দা সহ কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো। যেখানে সেন্টমার্টিনের বিভিন্ন সংগঠনসহ পর্যটনের প্রায় ১২ টি সংগঠন অংশ নেয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে কলাতলী ডলফিন মোড়ে জড়ো হতে থাকে শত শত সেন্টমার্টিনের বাসিন্দা ও কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা। তারা মিছিল সহকারে কলাতলী ডলফিন মোড়ে এসে সড়ক অবরোধ করে।
সেন্টমার্টিনের বাসিন্দা আজিজুল হক বলেন, সেন্টমার্টিন নিয়ে যে সিদ্ধান্ত পরিবেশ উপদেষ্টা নিয়েছে সেটি স্বৈরাচারী সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত বাতিল করে আগের মতো পর্যটক যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হোক। এছাড়া টেকনাফ থেকে চালু করা হোক জাহাজ। আমাদের সেন্টমার্টিনের মানুষ নাহয় মারা যাবে।
কক্সবাজার ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন (টুয়াক) সভাপতি রেজাউল করিম বলেন, পরিবেশের প্রতি আমাদের কোন বিরোধ নেই। আমরা চাই পরিবেশ ঠিক রেখে পর্যটনকে বাঁচিয়ে রাখা হোক। সিজন বাদ দিয়ে সারাবছর উন্নতমানের নৌযান ব্যবস্থা করে পর্যটকের চলাচলের ব্যবস্থা করা হলে পর্যটকের চাপ কমবে।
এদিকের আন্দোলনের কারণে চারপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছে পর্যটকরা। মেরিন ড্রাইভ সড়কসহ পর্যটন নগরীর পুরো সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.