নবান্নের উৎসবে মাছের মেলা
সিনিয়র স্টাফ রিপোর্টার শ্রী রামবাবু বর্মনঃ নবানের উৎসবে বাংলাদেশের বিভিন্ন স্থানে মাছের মেলা জমে উঠেছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার উইতলি বাজারের ৩০০ বছরে ঐতিহ্যবাহী মাছের মেলা এ বছরও অনুষ্ঠিত হয়েছে। মেলায় বড় বড় মাছ যেমন কাতলা, রুই, চিতল, সিলভার, ইত্যাদি বিক্রির জন্য আনা হয়। এ বছর মেলায় বড় মাছের চাহিদা এবং বিক্রি খুব ভালো হয়েছে। অনেক ব্যবসায়ী এক লক্ষ থেকে দুই লক্ষ টাকার মাছ বিক্রি করছেন। মেলায় কোটি টাকার উপরে কিনাবেচার সম্ভাবনা রয়েছে বলে আশা প্রকাশ করেছে। এদিকে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারেও নবান্নের উপলক্ষে মাছের মেলা বসে। এ মেলায় বড় মাছ যেমন বোয়াল, রুই, কাতলা, সিলভার, ব্রিগেড ইত্যাদি মাছ দেখা গেছে। অনেক ক্রেতা ও দর্শনার্থী পরিবারসহ মেলায় এসে মাছ কিনছেন। উৎসবটি যেমন মাছ কেনাবেচার নয়, বরং বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিচিতি। এ ধরনের মেলাগুলো কৃষি ও মৎস্য ব্যবসায়ীদের জন্য যেমন আর্থিক সুবিধা আনে, তেমনই গ্রামীন ঐতিহ্যকে সংরক্ষণেও ভূমিকা রাখে
Leave a Reply