শ্রমিকলীগ নেতার সাথে স্বেচ্ছাসেবক দল নেতার বৈঠক ফেইসবুকে ভিডিও ভাইরাল
প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রমিকলীগ নেতা রাজীব মৃধার সাথে সেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস সিকদারের বৈঠক ভাইরাল হয়েছে।
এতে উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরজা করছে। রাজীব মৃধা উপজেলা নবগঠিত শ্রমিকলীগের আহবায়ক কমিটির সদস্য এবং ইলিয়াস সিকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
রবিবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একাধিক আইডি থেকে এই বৈঠকের ভিডিও ভাইরল হয়। এমন বৈঠকের প্রতিবাদে বিএনপির বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীদেন এতে ক্ষোভ প্রকাশ করে। তাদের ব্যক্তিগত আইডি থেকে নানা ধরনের স্ট্যাটাস দেন। সাবেক ছাত্র দল নজরুল ফরাজি এবং যুবদলের সদস্য মধু মৃধাসহ অনেকেই স্ট্যাটাসে লিখেছেন, বিগত ১৫ বছর যাবত যারা বিএনপির নেতাকর্মীদের অত্যাচার মামলা হামলা করছে এবং এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি প্রদান করে যাচ্ছে ছাত্র জনতাকে। কিন্তু দুঃখের বিষয় মির্জাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাদের অভয় দিচ্ছে তোদের কিচ্ছু হবে না আমি আছি। আমরা এই সকল নেতাকে ধিক্কার জানাই।
তারা আও বলেন, ওরা হচ্ছে স্বৈরাচারের দোসর। এই রাজিব মৃধার ভাই রাকিব মৃধা ছিলো উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক। ওরা দুই ভাই আমাদের সবসময়ই নির্যাতন করতো। বাড়ি ঘরে আসতে পারতাম ওদের জন্য। আজ সেই ফ্যাসিবাদের সাথে বৈঠক করে তাদের কীভাবে আশ্রয়ের আশ্বাস দেন স্বেচ্ছাসেবক দল নেতা। আমরা ওর বহিষ্কারের দাবি জানাই।
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইলিয়াস সিকদার বলেন, এই সব ফালতু বিষয় নিয়ে আপনি আমাকে ফোন দিয়েছেন। এবিষয়ে আমার কোন কমেন্ট নাই। এবলে ফোন কেটে দ্যান।
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মিলন বলেন, আমি আপনার কাছে প্রথম শুনলাম তবে এখন পর্যন্ত ভিডিও দেখিনি ভিডিও দেখা ব্যবস্থা নেয়া হবে।
পটুয়াখালী জেলা ছাত্রদল সদস্য সচিব এনায়েত হোসেন (মোহন) জানান, আমি স্টেশনে নাই। এই ভিডিও দেখি নাই। তাই এ বিষয় কোন বক্তব্য দিতে পারবো না
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.