আটোয়ারীর প্রবীণ সাংবাদিক শাহীন আর নেই
মোঃজাহেরুলইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সম্পাদক প্রবীণ সাংবাদিক মোঃ শাহীনুর ইসলাম শাহীন (৫১ ) আর নেই। শাহীন উপজেলার বড়দাপ গোয়ালদীঘি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সহিম উদ্দীনের জ্যেষ্ঠ পুত্র। অসুস্থতাজনিত কারনে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পেশাগত জীবনে সাংবাদিক শাহীনুর ইসলাম শাহীন প্রথম আলো, বাংলাদেশ সময়, দাবানল, অবজারভার সহ বিভিন্ন সংবাদ পত্রে কাজ করেছেন। তিনি একজন নির্ভিক সংবাদকর্মী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে , এক মেয়ে সন্তান, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব সহ অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ আছর তার গ্রামের বাড়ী রাধানগর প্রধান পাড়া এলাকায় সাঈদের মিল চাতালের পাশে পারিবারিক গোরস্হানে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়। প্রবীণ এ সংবাদকর্মীর মৃত্যুতে আটোয়ারী উপজেলা প্রেসক্লাব, আটোয়ারী প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশের পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.