সুবর্ণচরে গ্রামীণ প্রান্তিক গ্রাহকদের নিয়ে ব্র্যাক ব্যাংকের উঠান বৈঠক
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ গ্রামীণ সুবিধাবঞ্চিত প্রান্তিক গ্রাহকদের মাঝে ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে ও বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনয়ন এবং গ্রাহকদের আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী সুবর্ণচরে ব্র্যাক ব্যাংক হারিছ চৌধুরী বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর ) বিকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর কচ্ছপিয়া গ্রামের অজি উল্লাহ ড্রাইভার বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট নুর মাওলার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং নোয়াখালী রিজিয়নের টিম লিড জুয়েল চক্রবর্তী, নোয়াখালী রিজিয়ন অফিসার সুজন শর্মা, সুবর্ণচর এস এমই ইউনিট ইনচার্জ মুনছুর আল-মামুন, ইউনিট অফিসার মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নিজেদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য ক্ষুদ্র সঞ্চয়ের কোন বিকল্প নেই। বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক রেমিট্যান্সের গুরুত্ব এবং গ্রাহকদের আর্থিক সচেতনতা নিয়ে মতবিনিময় করেন। এসময় ব্র্যাক ব্যাংকের আধুনিক ব্যাংকিং এর বিভিন্ন সুবিধার কথা তুলে ধরা হয়। উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
উল্লেখ্য, সুশাসন আর স্বচ্ছতা নিশ্চিত করে আস্থা হয়ে লাখো গ্রাহকের পাশে আছে দেশের সবচেয়ে বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা সম্বলিত দেশজুড়ে অসংখ্য এজেন্ট ব্যাংকিং এর মত লেনদেন করুন আস্থার সাথে আমরা আছি আপনার পাশে এ স্লোগানে হারিছ চৌধুরী বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট ২০২২ সাল থেকে নিত্যপ্রয়োজনীয় ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.