লামায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মোঃ মোরশেদ আলম চৌধুরীঃ লামা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বুধবার (৩০অক্টোবর) সকাল ১০.৩০ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোঃ কামরুল হাসান চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, লামা উপজেলা কৃষি অফিসার আশরাফুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার ডা. শাহরিয়া। মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল মারুফ, লামা স্বাস্থ্য কমপ্লেক্স এর (আর.এমও) ডা. মোহাম্মদ ফরহাদ,মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আনসার ভিডিপি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ প্রমূখ।
সদ্য সমাপ্ত দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়া আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উপজেলায় অবৈধ বালু উত্তোলন, ইটভাটা বন্ধ,পাহাড় কাটা রোদে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত রাখার কথা জানান উপজেলার পরিবেশ সুন্দর ও সুস্থ রাখার জন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান চৌধুরী।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.