পীরগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা
মোহাম্মদ লুৎফর রহমান পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আব্দুর রহমান নামে এক প্রবীণ সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের মারপিট করা হয়েছে। গত সোমবার রাতে হামলা চালিয়ে ছেলে কবি আরফান আলী ও মেয়ে লাভলী আক্তারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে প্রভাবশালীরা। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করেছেন।
প্রবীণ সাংবাদিক রহমান আব্দুর রহমান জানান,পূর্ব শত্রুতার জেরে তার বাড়ির মুল গেটের তালা ভাঙ্গে ফেলাকে কেন্দ্র করে সরদারপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে পশিরুল ইসলাম ও তার স্ত্রী পারুল সহ করেকজন তার বাড়িতে সন্ত্রাসী হামলা চালায় এবং বাড়ির সদস্যদের বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তার ছেলে ও মেয়েকে প্রতিপক্ষরা তাদের বাড়িতে তুলে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় মারপিট করে উভয়কে গুরুতর আহত করে। পশিরুল ফ্যাসিষ্ট সরকারের দোসর ছিল। এ সন্ত্রাসী হামলার বিচার চান তিনি।
উল্লেখ্য যে, পশিরুল বাহিনী ২০১৭ সালে ঐ সাংবাদিকের পরিবারের আক্রমণ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ নিয়ে থানায় মামলা হয়। পরে স্থানীয় ভাবে মিমাংসায় হয় এবং তারা ভবিষ্যতে আর এ রকম করবেনা বলে মুচলেখা দেয়।এ বিষয়ে মতামত জানতে পশিরুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী বলেন, লোকমুখে ঘটনার বিষয়টি শুনেছি, দরখাস্ত পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.