জয়পুরহাটের কালাইয়ে আন্ত: জেলা ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন
রামবাবু বর্মন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাট কালাই উপজেলা নিউ দূর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে ২৮ই অক্টোবর ২০২৪ সোমবার বিকেল ৩টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট খেলা বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান। উদ্বোধনের পর উক্ত কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান’র সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট খেলার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কালাই উপজেলার বিএনপির আহাবায়ক ইব্রাহিম হোসেন ফকির, বিএনপির বর্তমান সদস্য আনিছুর রহমান তালুকদার, পৌর বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান (সোহেল) তালুকদার, মাত্রাই ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহিদুল ইসলামসহ বিভিন্ন এলাকার বিএনপি দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। প্রথম দিনে খেলায় অংশ গ্রহণ করেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা ক্রীড়া ক্লাব বনাম গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ক্রীড়া ক্লাব। ৩ গোলে পীরগঞ্জ উপজেলা ক্রীড়া ক্লাবকে হারিয়ে, গোবিন্দগঞ্জ উপজেলা ক্রীড়া ক্লাব বিজয় লাভ করে। পরিচালনায় ছিলেন কালাই তালুকদার পাড়ার অভিজ্ঞ ও সুযোগ্য রেফারি মহিবুল ইসলাম তালুকদার। সহযোগিতায় ছিলেন ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য। দর্শকদের ভির ছিল চোখে পড়ার মতো।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.