মোঃ হোসেন শাহ্ ফকির
জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের আগমন উপলক্ষে পৌর বিএনপির নেতৃবৃন্দরা আনন্দ র্যালী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪অক্টোবর) বিকালে উপজেলা গেইট থেকে তাকে সংবর্ধনা দিয়ে বরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে একটি আনন্দ র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী থানা মোড় বটতলা চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ১৭ বছরের জ্বালা ১৭ দিনে মিটাতে চাইলে হবে না, ধৈর্য ধরতে হবে। গত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক হমলা মামলার শিকার হয়েছি। বিএনপির অনেক নেতাকর্মীরা মামলার আসামী হয়েছে। তাই বলে ১৭ বছরের বিএনপি'র জনপ্রিয়তা এক পারসেন্ট কমাতে পারেনি,বরং জনপ্রিয়তা আরো বেড়েছে।
তিনি আরো বলেন, আপনারা দেখেছেন গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা নেতাকর্মীকে ফেলে রেখে আত্মীয়-স্বজন নিয়ে পালিয়ে গেছেন। কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বহু হামলা, মামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন তারপরও তিনি দেশ ত্যাগ করেননি। এখন তিনি দিল্লিতে বসে নানা ষড়যন্ত্রের লিপ্ত হচ্ছে। এ ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। একসাথে সবাইকে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির উপদেষ্টা তোফাজ্জল হোসেন তপন, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, শ্রমিক দলের আহবায়ক লাভলু, সিনিয়র আহবায়ক আলমগীর,মৎস্যজীবি দলের সদস্য সচিব নুর ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দেলু,শহিদুর রহমান,পৌর শহরে প্রচার সম্পাদক বিপ্লব খন্দকার, পৌর শহরে দপ্তর সম্পাদক স্বপন মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম আল খলিফা, সহ সাংগঠনিক সম্পাদক পনির আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব শেখ স্বাধীন শান্ত, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিথুন মিয়া, পৌর ছাত্রদলের ইকবাল হোসেন প্রমুখ।
এছাড়াও সংবধর্না অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পৌর শহরে বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুনঃ নাগরপুরে দুর্গা পূজা উপলক্ষে নির্বাচিত পূজামন্ডপসমূহকে উপজেলা প্রশাসনের ধন্যবাদ জ্ঞাপন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.