চিরিরবন্দরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও তদারকি কার্যক্রম মনিটরিং অব্যাহত
ফজলুর রহমান নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পর্যায়ে সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম উপজেলা প্রশাসনের।
উপজেলার বিভিন্ন এলাকায় ও উপজেলার ঘুঘরাতলী বাজারে সবজি,ডিম, ব্রয়লার মুরগি, আলু,ডাল,পিঁয়াজ,রসুন,আদা ও ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম শরীফুল হক।
উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনায় চিরিরবন্দর থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার এ কে. এম. শরীফুল হক বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে চিরিরবন্দর উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হচ্ছে এবং সর্বসাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়সীমার মধ্যে রাখতে নিয়মিত এই বাজার মনিটরিং অভিযান অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি রেল স্টেশন ও ঘুঘরাতলী বাজারে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা বাজার মনিটরিং কমিটি কর্তৃক পরিদর্শন করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা,স্যানেটারি ইন্সপেক্টর,বণিক সমিতির সদস্য ও চিরিরবন্দর থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে শুধু মঙ্গলবার নয়, নিত্যদিন অভিযান চলবে অক্টোবর-২০২৪ দুপুরে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.