কালাই উপজেলার মাত্রায় ইউনিয়নে রাস্তার বেহাল দশা
শ্রী রাম বাবু বর্মন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রায় ইউনিয়নে ৩ নাম্বার ওয়ার্ড পার্বতীপুর, বেচখন্ড , শিবসমুদ্র ও বলিস শিবসমুদ্র গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তাটির বেহাল অবস্থা। কাঁচা রাস্তা পাকা করার লক্ষ্যে রাস্তা খনন করে বালু ঢেলে রাখা হয়েছে। উক্ত কয়েক গ্রামের লোকজন জানান, দীর্ঘ ৭ মাস হল রাস্তাটির কাজ বন্ধ রয়েছে। ঢেলে রাখা বালুগুলো বৃষ্টির পানিতে পাশের জমিতে নেমে যাওয়ায় রাস্তাটির বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে এতে করে মাঠ থেকে ভ্যানে করে আলু ও ধান বাড়িতে আনা খুবই কষ্টকর এবং বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া খুবই ব্যয়বহুল। এছাড়াও , ভ্যান , ইজি বাইক, সাইকেল, মোটরসাইকেল চলাচলের সময় যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। অত্যন্ত কষ্টের সাথে রোগীকে ভ্যানে করে হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় এবং শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করে। উক্ত রাস্তার নির্মাণ কাজটি দ্রুত সম্পূর্ণ করার জন্য কয়েক গ্রামের লোকজন জোর দাবি জানিয়েছেন। ওই রাস্তার ঠিকাদার কালিচরণ আগরওয়ালা, বাসা জয়পুরহাট রেপ ক্যাম্পের সামনে। তার সাথে ০১৭১২-৫৭৬৩৯৮ মোবাইল নাম্বারে যোগাযোগ করলে মোবাইলসেট বন্ধ পাওয়া যায়। কালাই উপজেলা প্রকৌশলীসিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করে জানা যায় উক্ত রাস্তার ঠিকাদার পলাতক রয়েছে,তবে রাস্তাটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.