কালাইয়ে ওমর কিন্ডার গার্ডেন স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান
শ্রী রামবাবু বর্মন সিনিয়র স্টাফ রিপোর্টঃ জয়পুরহাটের কালাই উপজেলা সদরে ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমীর আয়োজনে ১৭ই অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০ টায় উক্ত বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে অন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্টিত হয়। অত্র বিতর্ক অনুষ্ঠানে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, কালাই সরকারি মহিলা কলেজের ইংরেজি প্রভাষক হারুনুর রশিদ, কালাই ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক রুহুল আমিন, ক্ষেতলাল উপজেলার সরকারি সাইদ আলতাফুন্নেছা কলেজের ইংরেজি প্রভাষক মোবারক হোসেন ও নান্দাইল দিঘী কলেজের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান। অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমীর অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদার এর সভাপতিত্তে অন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতার তাৎপর্য তুলে ধরে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলার নির্বাহী অফিসার শমীমা আক্তার জাহান তিনি বলেন বিতর্ক প্রতিযোগিতা করতে গেলে বিভিন্ন রকমের বই পুস্তক ও পত্রিকা পড়ে জ্ঞান সংগ্রহ বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং অন্ত থেকে আন্ত পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা বলেন এছাড়াও ওমর কিন্ডার গার্টেন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমীর পরিবেশ, শিক্ষক, শিক্ষার্থীদের পরিবেশ এবং আচার-আচরণ দেখে তিনি খুবই মুগ্ধ হয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। পরিশেষে ইউএনও মহোদয় শিক্ষার বিষয়ে পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন। এ সময় উল্লেখিত বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2025 দশানী ২৪. All rights reserved.